নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার বরড়ায় শাকপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে ১৩ই আগষ্ট ২০২৩ ইং রোজ রবিবার সকাল সাড়ে এগারোটায় ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। জানা যায়, কাঞ্চনপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে মোহাম্মদ রাসেল তাহার চাচাদের নিকট ব্যবসার হিসাব চাওয়ায় তাহার উপর সন্ত্রাসী হামলা করা হয়। আব্দুল সাত্তার সহ আরও দুই ভাই মিলে চাল, ডাল, গমের ব্যবসা করতেন। সাত্তার অসুস্থ হওয়ার পরে দোকানের কাজে মোহাম্মদ রাসেল দেখাশুনা করতো। রাসেল বিভিন্ন সময় হিসাব নিকাশ চাইলে তাহাকে বিভিন্ন অজুহাত দেখাইতো। এক পর্যায়ে হিসাব চাওয়াতে চাচা মোঃ সেলিম ও আনোয়ার হোসেন (মেম্বার) রাসেল এর উপর ক্ষিপ্ত হয়ে সালিশ বসায়। মোঃ আনোয়র হোসেন স্থানীয় মেম্বার হওয়ার কারণে সালিশে আব্দুল সাত্তার ও রাসেলকে দোষারোপ করেন এবং মোঃ সেলিম এর ভাড়াকৃত সন্ত্রাসীর হামলায় মোহাম্মদ রাসেলকে পিটিয়ে ও রক্তাক্ত করে আহত করে। রাসেলের এমন অবস্থায় চিকিৎসার জন্য তাহার পরিবার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রত কুমিল্লা প্রেরন করেন। পরে রাসেলকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা ট্রমা হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে রাসেলের পিতা আব্দুল সাত্তার বলেন, আমার ছেলে সততার সাথে তার চাচার লগে ব্যবসা করার জন্য সবসময় হিসাব নিকাশ করার চেষ্টা করতো। আমার ভাইয়েরা ছেলেকে ঠকানোর জন্য হিসাব দিতে চাইতো না। তারা বিরক্ত হয়ে ছোট ভাই সেলিম তার ভাড়া করা সন্ত্রাসী দিয়ে আমার ছেলে মোহাম্মদ রাসেলকে পিটিয়ে ও রক্তাক্ত করে আহত করে। রাসেলের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমি আমার ছেলের উপর সন্ত্রাসী হামলা বিচার দাবি জানাচ্ছি।