রিয়াজ উদ্দিন রানাঃ
কুমিল্লার বরুড়ায় একহাজার পিস ইয়াবাসহ মো. ওমর ফারুক ওরফে রাজা মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের বালুয়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। থানা সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক এর নির্দেশে এস আই শুভ কুমার সুর এর নেতৃত্বে পুলিশের একটি টিম গত রোববার রাত প্রায় সাড়ে নয়টার দিকে অভিযান চালিয়ে উপজেলার শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের লগ্নসার গ্রামের একটি নার্সারীর সম্মুখ পাকা সড়ক থেকে মো. ওমর ফারককে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবা উদ্বার করা হয়। এ ব্যপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বরুড়া থানায় একটি মামলা হয়েছে। এ দিকে পুলিশ জানায়, মো. ওমর ফারুকের বিরুদ্ধে বরুড়া থানায় মাদক ব্যবসাসহ নানা অপকর্মের একাধিক মামলা রয়েছে।