বরুড়া প্রতিনিধি
কুমিল্লার বরুড়ায় সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১০ জুলাই সকাল ১১টায় বরুড়া জিরো পয়েন্টে বরুড়া নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত বক্তারা জানান
বরুড়া পাঠানপাড়া গ্রামের বাসিন্দা
বর্তমানে The Financial Post বরুড়া উপজেলা প্রতিনিধি, দৈনিক সবুজ বাংলাদেশ, কুমিল্লা জেলা প্রতিনিধি এবং অনলাইন টিভি চ্যানেল, বাংলাদেশ পাবলিক টিভি সংবাদের, সম্পাদক, সাংবাদিক মোঃ মুহিবুল্লাহ ভুইয়া বাবুল। তিনি পেশায় একজন সাংবাদিক বিধায় বরুড়া থানাধীন বিভিন্ন এলাকায় সংবাদ সংগ্রহ করাসহ পরবর্তীতে মিডিয়ার মাধ্যমে প্রচার করে থাকেন। সে সুবাদে বিশ্বস্ত সূত্রে জানতে পারি যে, অফিস পাড়ার বাসিন্দা বেলায়েত হোসেন বর্ণিত ঘটনাস্থল এবং আশপাশের এলাকার কয়েকটি ভাড়াকরা বাসা বাড়ীতে গত কয়েকদিন যাবত অসামাজিক কাজ করে আসতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্বে ঘটনার দিন ১৯-০৬-২০২৫ ইং তারিখে অবস্থান করে স্থানীয় লোকজনের নিকট উপরোক্ত বিবাদীদের বিষয়ে খোঁজ -খবর নিতে গেলে তারা বিষয়টি টের পাইয়া কোন কিছু বুঝে উঠার পূর্বেই সাংবাদিক মুহিবুল্লাহ ভুইয়া বাবুলের উপর অতর্কীতভাবে হামলা চালায় এবং তার বুক পকেটে থাকা ব্যবহৃত মোবাইল ফোন জোর পূর্বক নিয়া যাওয়ার চেষ্টা করে। বর্ণিত ঘটনার বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে ঘটনাস্থলে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করে। পরক্ষণে তারা উপস্থিত লোকজনের সামনে বিভিন্ন ধরনের হুমকী- ধমকী দিয়া ঘটনাস্থল ত্যাগ করেন। ধারণা করা হয় বিবাদীদের দ্বারা যেকোন ধরনের ক্ষতি সাধন হতে পারে বিধায় আমি বিষয়টা এলাকার গন্যমান্য ব্যক্তিদের অবগত করে উক্ত বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর বরাবর অভিযোগ দায়ের করা হয়। এরপরও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন সাংবাদিক ও ফেসবুক সাংবাদিক নামে আক্ষায়িত করে বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছে এবং তার ভাবমূর্তি নষ্ট করছে। তাই বিষয়টি বরুড়ার নাগরিক সমাজের নেতৃবৃন্দদের অংশ গ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বরুড়া গ্রামের বাসিন্দা সৈয়দ মোঃ আবুল হাসেম ভান্ডারী, মোঃ শামসুল হক, মোঃ সাহেব আলী, নারায়ণ পাল সহ স্থানীয় জনসাধারণ