• শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন

সকালে উচ্ছেদ বিকেলেই দখল উত্তরায়!

Dev Farhad / ২৬৬৩ Time View
Update : শুক্রবার, ১৩ মে, ২০২২

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

সকালে উচ্ছেদ বিকেলেই দখল উত্তরায়!

নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর উত্তরার রাস্তা দখল করে দোকানপাট ফুটপাতগুলো কোনভাবেই দখলমুক্ত করা যাচ্ছে না।দফায় দফায় অভিযান চালালে ও। সকালে উচ্ছেদ অভিযান করা হলে বিকেলেই দখল হয়ে যাচ্ছে! ।

অভিযোগ আছে, ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে স্থানীয় পর্যায়ের কিছু নেতা এই কাজে সহায়তা করছে । এই কারণে উত্তরার বিভিন্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উদ্যোগ নেওয়া হলেও তা ব্যর্থ হতে চলেছে!।

সম্প্রতি কয়েকটি উচ্ছেদ অভিযানের পর ঘটনাস্থল ঘুরে দেখা যায়, অভিযানকালে ফুটপাত পুরোপুরি হকারশূন্য হয়ে গেলেও ঘণ্টা কয়েক পরই সে ফুটপাত পুনর্দখল হয়েছে। আগের মতোই ফুটপাতের হাঁটাচলার জায়গা চলে যাচ্ছে হকারদের দখলে।

দফায় দফায় অভিযানের পর পুনর্দখল হয়ে গেছে এমন তালিকায় আছে উত্তরার আব্দুল্লাহপুর, আজমপুর, রাজলক্ষ্মী কমপ্লেক্সের বিপরীত পাশে,৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোড,আজপুর রাজউক কমার্শিয়াল মার্কেটের
পশ্চিম পাশের সড়ক,হাউজবিল্ডিং পুলিশ কোয়ার্টার রোড, এস এ টাওয়ারের পেছনে, গরিবে নেওয়াজ রোড, খালপাড় ব্রিজ, বিমানবন্দর, রেলস্টেশন এলাকা, সহ উত্তরার বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়কের জায়গায়।

সংশ্লিষ্ট ঢাকার উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, গত ৬ মাসে একাধিক উচ্ছেদ অভিযান চলে। ঢাকা উত্তর সিটি করপোরেশন নিবাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে।
আজমপুর রাজউক মার্কেটের পশ্চিম পাশের রাস্তা দখল চাঁদাবাজির জন্য রাস্তার দুই পাশে অবৈধভাবে গেইট নির্মাণ করা হয় সেই দুইটি গেট ভেঙে জনসাধারণের চলাচলের জন্য রাস্তা করে দেয়া হয় এবং ফুটপাত না বসানোর নির্দেশনা দেওয়া হয়। ফের সেই রাস্তা দখল হচ্ছে দোকানপাটে হাতিয়ে নিচ্ছেন চাঁদাবাজ সিন্ডিকেট লাখ টাকা টাকা।
বিস্তারিত আসছে- বিমানবন্দর থেকে উত্তরার বিভিন্ন এলাকায় দখল চাঁদাবাজির জড়িতদের নাম ছবি সহ ধারাবাহিক প্রতিবেদন – ১


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর