রিয়াজ উদ্দিন রানাঃ বরুড়ায় গতকাল সোমবার সকালে ২০২৪-২৫ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের বাজেটেরে আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মধ্যে মৎস্য খাদ্য বিতরণ করা হয়। ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ ১০০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী প্রত্যেককে এক বস্তা করে খাদ্য বিতরণ করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বেলাল হোসেন। সার্বিক সহযোগিতা করেন বরুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া জামান নিতু।