নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ আমজনগন পার্টির ৪৫ সদস্য কুমিল্লা জেলা আহবায়ক কমিটি অনুমোদন করেন দলের প্রতিষ্ঠাতা আহবায়ক ডঃ রফিকুল আমিন ও সদস্য সচিব ফাতিমা তাসনিম। এতে কুমিল্লা আঞ্চলিক সংগঠক আবুল কালাম আজাদ সুপারিশ করছেন। তিন মাসের এ কমিটিতে আহবায়ক মো. জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব মো. ওমর ফারুক। সদস্য হিসেবে সোলেমান মিয়াজী, মহিউদ্দিন মন্টি, জহিরুল ইসলাম বাবু,নজরুল ইসলাম রোবেল, ইয়াকুব মিয়া,আনোয়ার পারভেজ, বীরেন কুমার, মোজাম্মেল হক লিমন, মাসুদ কবির, কামাল হোসেন কেনু, মোজাম্মল হক, নাজমুল, ইব্রাহিম, কয়েজ আহমেদ, তোফাজ্জল হোসেন শাহীন, রবওউল হোসেন, সাইফুল ইসলাম রাজীব, আলমগীর হোসেন, তাজুল ইসলাম সহ ৪৫ সদস্য আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। গত ১৭ এপ্রিল নতুন এ দলের আত্নপ্রকাশ হয়। রাজধানীর কাকরাইলের সামাদ ট্রেড সেন্টারে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে। আইনের সু শাসন, কৃষকের ন্যায্য অধিকার , একাদ্বশ শ্রেনী পর্যন্ত বিনা মূল্যে পাঠদান, মজলুমের কথা মহান সংসদে পৌঁছে দেয়া এ দলের মূল লক্ষ।