• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় মোবাইল কোর্টে ১১ হাজার টাকা জরিমানা বরুড়ায় পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উদযাপিত বরুড়া বড় লক্ষীপুর ঈদে মিলাদুন্নবী (স:) জশনে জুলুছ পালিত বরুড়ায় পুরনো মুক্তিযোদ্ধা অফিস সংলগ্ন জনসাধারণের চলাচলের রাস্তার উপর গাছ থাকায় জনদূর্ভোগ গনতন্ত্র সুশাসন ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন …….. আবুল কালাম বরুড়ায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী, গ্রাম আদালত ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বরুড়ায় শিলমুড়ি রাজ রাজেশ্বরী উচ্চ বিদ্যালয়ে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত বরুড়ায় প্রশাসনের উদ্যোগে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ বরুড়ায় হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বরুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

টাকা আদায় করতে মা‌লিকের সাথে অপহরণ নাটক, সিএনজি ড্রাইভারসহ গ্রেফতার ২

Riaz Uddin Rana / ৪৫ Time View
Update : শুক্রবার, ২১ জুন, ২০২৪
ছবি-সংগৃহিত

চট্টগ্রাম নগরীতে ড্রাইভার নিজেই অপহরণের শিকার এবং ভাড়ায় চা‌লিত তার সিএন‌জিটিও ছিনতাই এর কবলে পড়েছে বলে নাটক সা‌জিয়ে মা‌লিকের কাছ থেকে মু‌ক্তিপণ দাবির অ‌ভিযোগে ড্রাইভার ও তার সহযোগী গ্রেফতার করেছে ডবলমু‌রিং থানা পু‌লিশ।

বৃহস্প‌তিবার (২০ জুন) থানা সূত্রে নি‌শ্চিত করা হয়েছে, তথ্য প্রযু‌ক্তির সহায়তায় চট্টগ্রামের বি‌ভিন্ন জায়গায় অ‌ভিযান চালিয়ে তাদের‌ গ্রেফতার করা হয়। এ সময় আত্মসাৎকৃত সিএনজিটিও উদ্ধার করা হয়।

পু‌লিশ সূত্রে আ‌রও জানা যায়, গত ১৭ জুন ঈদ-উল-আযহার দিন ড্রাইভার মোঃ নজরুল তার ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশাটি চালিয়ে ফেনী চলে যান। অধিক রাত হয়ে গেলেও ড্রাইভার নজরুল অটোরিকশাটি গ্যারেজে না রাখায় অটোরিকশার মালিক ড্রাইভার নজরুলকে মোবাইল ফোনে কল দিয়ে ফোন বন্ধ পান।

পরদিন সকাল বেলায় ড্রাইভার নজরুলের মোবাইল নাম্বার থেকে অজ্ঞাত এক ব্যক্তি অটোরিকশার মালিক মরিয়মকে ফোন করে বলে “আপনার গাড়িটি ছিনতাই করা হয়েছে, বিকাশে ১ লাখ ২০ হাজার টাকা পাঠালে গাড়িটি ফেরত পাবেন, ড্রাইভারকে ফেরত পাবেন।”

পরক্ষণেই ড্রাইভার নজরুল ফোন করে অটোরিকশা মালিক মরিয়মকে কাঁদো কাঁদো কন্ঠে বলে – “গাড়িটি ছিনতাই হয়েছে, তাকে অপহরণ করে আটক করে রাখা হয়েছে, বিকাশে টাকা না দিলে গাড়ি দিবেনা, তাকেও ছাড়বে না।” গাড়ির মালিক তার অবস্থান কোথায় জানতে চাইলে ড্রাইভার নজরুল কল কেটে দেয়। ‌

বিষয়‌টি গাড়ির মালিক মরিয়ম বিষয়টি ডবলমুরিং থানা পুলিশকে অবহিত করলে ঘটনার আদ্যপান্ত জানতে কাজ শুরু করে থানা পু‌লিশ। তবে ড্রাইভার নজরুলের অবস্থান জানতে চাওয়ায় সে ফোন কল কেটে দেয়ার বিষয়টি ড্রাইভার নজরুলের ঘটনায় সংশ্লিষ্টতা আছে বলে পুলিশের সন্দেহ হয়।

তদন্তকারী টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ড্রাইভার নজরুলের অবস্থান ফেনীতে সনাক্ত করে। বিষয়টি আঁচ করতে পেরে ড্রাইভার নজরুল আরেকজন অজ্ঞাত সিএনজি ড্রাইভারের কাঁধে ভর করে ২০ জুন রাতে ডবলমুরিং থানায় এসে হাজির হয়।

পরে ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয়। কিন্তু ড্রাইভার প্রকৃত ঘটনাকে পাশ কাটাতে নেশাজাতীয় কোন কিছুর প্রভাবে সে কথা বলতে পারছে না, এমন ভান ধরে, চোখ বন্ধ করে, কথা বলতে কষ্ট হয় ভান করে। তাকে ১০ টি প্রশ্ন করলে চোখ বন্ধ করে অবচেতনায় আছে ভান করে ২/১ টি প্রশ্নের অসংলগ্ন উত্তর দেয়।

এতে ড্রাইভার নজরুলের প্রতি সন্দেহ আরো বাড়ে পুলিশের। পরে তথ্য প্রযুক্তি এবং তার বর্ণনার গরমিলে পুলিশ নিশ্চিত হয় ঘটনায় ড্রাইভার নজরুল স্বয়ং জড়িত। পরে ব্যাপক জিজ্ঞেসাবাদের এক পর্যায়ে স্বীকার করে সে তার ভায়রার ছেলে আজাদের সাথে পরস্পর যোগসাজশে এ ঘটনা ঘ‌টিয়েছে।

পরে তার দেওয়া তথ্যের ভি‌ত্তিতে ড্রাইভার নজরুলকে নিয়ে ফেনীর সদর থানা এলাকা থেকে অপহরণের নাটক সাজানোর অপর সহযোগী আজাদকে গ্রেফতার করে পু‌লিশ।

পরবর্তীতে আসামি আজাদকে নিয়ে তার দেওয়া তথ্যের ভি‌ত্তিতে ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন হ‌রিপুর এলাকা থেকে সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ডবলমু‌রিং থানার ও‌সি ফজলুল হক পাটোয়ারী জানান, এ সংক্রান্তে ডবলমু‌রিং থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপহরণ, ছিনতাইয়ের নাটক সাজিয়ে পরস্পর যোগসাজশে প্রতারণামূলকভাবে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে সিএনজি অটোরিকশা আত্মসাৎ করায় ড্রাইভার নজরুল ও আজাদকে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর