বিল্লাল হোসেন, বরুড়াঃ
বরুড়ায় যথাযথ মর্যাদায় রাহমাতুল্লিল আলামীন হযরত মুহাম্মদ (সা:) এর জন্ম বার্ষিকী ও পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে জশনে জুলুছ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে ১২ই রবিউল আউয়ালে উদযাপন উপলক্ষে বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গন থেকে ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উদযাপন কমিটির আয়োজনে কমিটির আহবায়ক বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব ক্বারী আবদুল গফুর এর সন্তান মাওলানা মুহাম্মদ আবদুল হান্নানের সভাপতিত্বে সংগঠনের প্রধান সমন্বয়ক মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক মোঃ ইলিয়াস আহমদের সার্বিক তত্ত্বাবধানে এদিন প্রধান মেহমান উপস্থিত ছিলেন সোনারচর দরবার শরীফের পীর হযরতুল আল্লামা শাহ খন্দকার ওমর ফারুক (মাঃআঃ)। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া দরবার শরীফের পীর মাওলানা মোহাম্মদ শামছুজ্জোহা বারী জিলানী। এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ আলী আকবর ফারুকী, উপাধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ মিজানুর রহমান জাফরী, রাজামারা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম হোসাইনী, চৌওয়ারা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ শফিকুল আমিন পাটোয়ারী, বরুড়া ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উদযাপন কমিটির সদস্য সচিব হাজী মোঃ সফিকুল ইসলাম, ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, আগানগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সামছুল আলম, দেওড়া আজগড়িয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন জিহাদী। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামি যুব সেনার সভাপতি মাওলানা মোহাম্মদ মাসুদ আলম পাটোয়ারী, গাউছিয়া কমিটির নেতা মাওলানা মোহাম্মদ আবদুল হান্নান, মাওলানা মুফতি মোহাম্মদ জিয়া উদ্দিন ভুঁইয়া, মাওলানা মোহাম্মদ মোতালেব হোসেন মজুমদার, মাওলানা মুফতি মোহাম্মদ জামাল উদ্দিন মমতাজী, কাজী মমিন উল্লাহ ভুইয়া সহ বরুড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লী বৃন্দ। এদিন অতিথিরা হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনী নিয়ে বক্তব্য রাখেন বক্তব্য শেষে সুশৃঙ্খল ভাবে বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা থেকে জশনে জুলুছি টি বের হয়ে উপজেলা বরুড়া পৌর সদরের বিভিন্ন প্রদক্ষিন করে বরুড়া জিরো পয়েন্ট, চান্দিনা রোড, বরুড়া পৌর ভবন চৌরাস্তা মোড়, উপজেলা পরিষদের সামনে দিয়ে এসে পুনরায় জিরো পয়েন্ট হয়ে বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মাঠে এসে মিলাদ ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়।