বিল্লাল হোসেন, বরুড়া:
বরুড়ায় গত বুধবার বিকালে উপজেলার শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের শিলমুড়ি রাজ রাজেশ্বরী উচ্চ বিদ্যালয়ে অন্ত: হাউজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গোমতী হাউজ বনাম মেঘনা হাউজ এর মধ্যে ফাইনাল খেলা হয়। উক্ত খেলায় গোমতী হাউজ ১-০ গোলে মেঘনা হাউজকে পরাজিত করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে ফটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহ আলম। অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য তোফাজ্জল হোসেন মজুমদার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাছান, সিনিয়র শিক্ষক তপন চন্দ্র সাহা, শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের কৃষক দলের সভাপতি মোঃ শাহজাহান, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ গোলাপ হোসেন মজুমদার।
৬০ মিনিটের খেলায় বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আওলাদ হোসেন দুলাল এর টিম গোমতী হাউজ ১ গোলে বিজয় হয়। মেঘনা হাউজ টিম এর নেতৃত্বে ছিলেন সিনিয়র শিক্ষক তপন চন্দ্র সাহা। খেলাটি পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ফারুক হোসেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করেন অতিথি বৃন্দরা।