ওমর ফারুক :
চট্টগ্রাম ২য় সিহান কাপ উন্মুক্ত কারাতে প্রতিযোগিতায় লাকসাম সিতোরিউ কারাতে দোঃ এসোসিয়েশনের কারাতে টিম বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে
সাতটি পদক অর্জন করেছেন,এই উপলক্ষে লাকসাম কারাতে এসোসিয়েশন বিজয়ীদের সংবর্ধনার আয়োজন করে তাদেরকে আজকে অফিসিয়ালি মেডেলও সার্টিফিকেট প্রধান করা হয়,উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সৈয়দ মিজানুর রহমান হিরন
লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক
সাংবাদিক আব্দুল রহিম, লাকসাম সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক
এম,এ কাদের অপু,লাকসাম সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও জয় টিভির নির্বাহী সম্পাদক সাংবাদিক সৌরভ হোসেন
খন্দকার সুমন
খালেদ বিন সাফা
মোঃ নজরুল ইসলাম কারাতে প্রশিক্ষক হারুন অর রশিদ (সুমন)
কারাতে সহকারী প্রশিক্ষক মাজহারুল ইসলাম (হাসান)
সহকারী প্রশিক্ষক গৌতম দেবনাথ সহ কারাতে এসোসিয়েশনের ছাত্র ছাত্রী অভিভাবক ও এলাকার নগ্যমান্য ব্যক্তিবর্গ, বক্তারা লাকসাম কারাতে এসোসিয়েশন সফলতাকে ধরে রেখে আগামী দিনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্থান অর্জন করার দৃঢ়প্রত্যয় ব্যাক্ত করেন,লাকসাম কারাতে এসোসিয়েশনের সফল্য ছাত্র ছাত্রীসহ অভিভাবকরা আনন্দ উল্ল্যাস প্রকাশ করেন,এবং প্রশিক্ষকগন বলেন, আগামী দিনে লাকসাম কারাতে এসোসিয়েশন বাংলাদেশ মডেল কারাতে প্রশিক্ষণ কেন্দ্রে পরিনত হবে ইনশাআল্লাহ