Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110
বরুড়ায় গাজাসহ এক যুবক জনতার হাতে আটক
.কুমিল্লার জেলার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের বনকরা দঃঘোষ্পা রাস্থায় শামছু (২৪) নামের একযুবকে স্থানীয় জনতা দাওয়া করে আটক করে। গত মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। আটকৃত যুবক স্থানীয় হেলাল মিয়ার কাছে ক্ষমা ছেয়ে পার পেয়ে যায়।ঘটনার ১০মিনিট পর আরেক মাদকব্যবসায়ী একই গ্রামের রিপন মিয়ার ছেলে রাব্বী(২২)কে নিয়ে আবারও গাজা নিয়ে ঘোষ্পা গ্রাম থেকে বনকরা রাস্থায় প্রকাশ্যে চলাচল করে হুমকি দিয়ে বলে। কেউ আমাদের আটকের চেষ্টা করলে জীবনে মেরে ফেলাবো। ইউনিয়নের বনকরা গ্রামের মৃত মমতাজ মিয়ার ছেলে শামছু দীর্ঘদিন ধরে প্রকাশ্যে দিনদুপরে গাজা,বাবার ব্যবসা করে আসছে। মঙ্গলবার বিকাল ২ঃ৫০মিনিটের সময় বনকরা ঘোষ্পা রাস্থায় বনকরা গ্রামের মেহেদী হাসান সবুজ জনতাসহ গাজা নিয় আটক করে। স্থানীয়রা গাজা উদ্ধার করে হেলালের নিকট হস্থান্তর করে। পরবর্তীতে হেলাল, মাসুদ সবুজ জনতার উপস্থিতিতে স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেনের নিকট রাখা হয়।মাদক ব্যবসায়ী শামছুকে দিয়ে একটি প্রভাবশালী মহল নিরবে এই মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে। এমনটাই বলছে স্থানীয় গ্রামবাসীর। এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার জন্য আহবান জানান।স্থানীয় সমাজকর্মী মেহেদী হাসান সবুজ ইউপি সদস্য দেলোয়ার হোসেন, গালিমপুর ইউপি চেয়ারম্যান রবিউল আলম এবং জরুরী সেবা ৯৯৯ ফোন করে অবগত করা হয়।