মোঃ ইকরামুল হকঃ
প্রতিবছরের ন্যায় বৃষ্টিস্নাত আষাঢ়ে অর্থাৎ বর্ষায় বরুড়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফলক বৃক্ষ রোপন করা হয়েছে। আজ ১৪ই আষাঢ় বাংলা ২৮শে জুন ইংরেজি শুক্রবার বেলা এগারটায় বরুড়া উপজেলার খোশবাস উঃ ইউনিয়নের অলিতলা গাউসিয়া লতিফিয়া কমপ্লেক্সে (হেফজ ও এবতেদায়ী) মাদ্রাসায় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং। কর্মসুচীতে উপস্থিত ছিলেন অলিতলা দরবার শরীফের গদিনিশীন পীর সহকারী অধ্যাপক কাজী মুফতি মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আলক্বাদেরী।
বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) ও দৈনিক রুপসী বাংলার বরুড়া প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন ও দৈনিক শিরোনামের বরুড়া প্রতিনিধি মোঃ ইকরামুল হকের সার্বিক ব্যবস্থাপনায় বৃক্ষ রোপন কর্মসুচীতে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি অপরাধ সংবাদের সম্পাদক জসীম উদ্দীন খোকন ও দৈনিক সংবাদের বরুড়া প্রতিনিধি সলিল রঞ্জন বিশ্বাস, ক্লাবের কোষাধাক্ষ্য ও দৈনিক ভোরের কলামের স্টাফ রিপোর্টার রোটাঃ মোঃ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের ডাকের বরুড়া প্রতিনিধি রোটাঃ ওমর ফারুক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রোটাঃ মোঃ ওমর ফারুক, ক্লাবের নির্বাহী সদস্য দৈনিক আমাদের কুমিল্লার বরুড়া প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, দৈনিক দেশকালের বরুড়া প্রতিনিধি মোঃ হারেছ, অপরাধ সংবাদের নির্বাহী সম্পাদক মোঃ ওমর ফারুক মোল্লা, দৈনিক ভোরের কলামের বরুড়া প্রতিনিধি মোঃ জহির হোসেন, দৈনিক আলোকিত সকালের বরুড়া প্রতিনিধি মোঃ আবুল কালাম আজাদ, অলিতলা গাউসিয়া লতিফিয়া কমপ্লেক্সে (হেফজ ও এবতেদায়ী) মাদ্রাসার খাদেম প্রভাষক মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাল, মোঃ জাকারিয়া সহ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বৃন্দ।
এদিন আম, কাঁঠাল, জাম, জামরুল, কাশ্মেরী কুল, ড্রাগন, আমড়া, জামরুল সহ বেশ কয়েক জাতের দেশীয় ফলজ বৃক্ষ রোপন করা হয়েছে।
এদিন অলিতলা দরবার শরীফের গদিনিশীন পীর সহকারী অধ্যাপক কাজী মুফতি মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আলক্বাদেরী বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোন বিকল্প নেই, এই প্রতিষ্ঠানে আগেও উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে আম, জামরুল পেয়ারা সহ নানান ফলের গাছে ফল ধরছে এবং এই ফল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খুবই আনন্দে খেয়ে তাদের পুষ্টি চাহিদা পূরন করছে। এ মহতি কাজের জন্য বরুড়া উপজেলা প্রেসক্লাবকে ধন্যবাদ জানান।
এদিন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং বলেন এই বর্ষা হলো গাছ লাগানোর উত্তম সময়, এই উত্তম সময়ে গাছ লাগানোয় বরুড়া উপজেলা প্রেসক্লাব কে তিনি ধন্যবাদ জানান এবং অলিতলা গাউসিয়া লতিফিয়া কমপ্লেক্সের পরিবেশ অন্য যেকোন মাদ্রাসা থেকে আলাদা আর এই পরিবেশ দেখে তিনি মুগ্ধ হন।