মোঃ ইকরামুল হকঃ
বরুড়া উপজেলা পরিষদে নতুন চেয়ারম্যানের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯শে জুন সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হামিদ লতিফ ভুঁইয়া কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ০৮(বরুড়া)’র সাংসদ এ জেড এম শফিউদ্দিন শামীম। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নু- এমং মারমা মংয়ের সভাপতিত্বে প্রথম সভায় অংশগ্রহণ করেন বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন, বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (নারী) মিনোয়ারা বেগম, ভাইস চেয়ারম্যান (পুরুষ) মোঃ ফরহাদ হোসেন। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান বাহাদুর, চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি মাজহারুল ইসলাম মিঠু সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডাঃ মহিবুস সালাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নুসরাত সুলতানা তনু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদ, বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিন হোসেন সহ বরুড়ায় কর্মরত বিভিন্ন সাংবাদিক সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তা বৃন্দ। এদিন সভায় কুমিল্লা-০৮ বরুড়া আসনের মাননীয় সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান হামিদ লতিফ ভুঁইয়া কামাল সহ ভাইস চেয়ারম্যান (নারী) মিনোয়ারা বেগম ও ভাইস চেয়ারম্যান (পুরুষ) মোঃ ফরহাদ হোসেন কে উপজেলা পরিষদ কার্যালয়ে ফুল দিয়ে বরণ করে নেন।