ওমর ফারুক :
হিন্দু থেকে মুসলিম হওয়া প্রতিবন্ধী মনু মিয়া দীর্ঘ দিন যাবত পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিনযাপন করছেন, একদিকে প্রতিবন্ধী, অন্য দিকে ইসলাম ধর্ম গ্রহন করায় পৈতৃক ভিটা-জায়গা হারিয়ে দিশেহারা হয়ে পড়েন মনু মিয়া,লাকসাম উপজেলার মুদাফফরগন্জ বাজারের ব্যাবসায়ী ও প্রবাসী স্থানীয় জনগন যেন আর্শীবাদ হয়ে আসলেন প্রতিবন্ধী মনু মিয়ার জীবনে,বাজার ব্যাবসায়ী প্রবাসী ও এলাকার জনসাধারণের অর্থায়নে ১লক্ষ ৬০হাজার টাকার অটো উপহার দেন অসহায় নওমুসলিম প্রতিবন্ধী মনু মিয়াকে, মনু মিয়ার মূখের হাসি বলে দেয়, এই যেন বহু বছরের স্বপ্নের চাইতেও বেশি কিছু পেলেন মনু মিয়া,প্রতিবন্ধী অসহায় মনু মিয়ার স্বপ্ন বাস্তবায়নের স্বাক্ষী হতে আজ মুদাফরগন্জ বাজারের মনু মিয়ার হাতে আটো তুলে দেন , ২নং মুদাফরগন্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিদুল ইসলাম শাহিন, বাজার কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তুহিন, উদ্দোক্তা ইকবাল হোসাইন,
সার্বিক সহযোগিতায় ছিলেন মুদাফ্ফরগন্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জনাব এটিএম আলমগীর। প্রবাসী আনোয়ার পাটোয়ারী, রবি মজুমদার, উক্ত বাজারের ব্যবসায়ী হিরন, ব্যাবসায়ী সোলেমান আশিক,এলাকাবাসী আশা করেন এই প্রচেষ্টার মাধ্যমে অসহায় মনু মিয়ার সংসারে কিছুটা হলেও আলো ফুটবে,সুন্দর এই মানবিক কাজ করার জন্য আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন এলাকার সচেতন মহল।