মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়াঃ
কুমিল্লার বরুড়ায় ১৪ নং লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারে সুজন পাল নামে এক ব্যবসায়ী হলুদের সাথে বিভিন্ন পণ্য মিশিয়ে বাজারে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। সরজমিনে গিয়ে জানা যায়, ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারে মেসার্স মরণ পাল স্টোরের সুজন পাল এসব হলুদের গুড়া বিক্রি করেন। বাজারের দুই নম্বর গলিতে মেশিনে হলুদ ভাঙ্গিয়ে গুড়া করে তার সাথে সাদা ও কালচে রং জাতের এক ধরনের পণ্য মিক্স করে তা বাজারজাত করছেন। বিষয়টি স্বীকার করে মেশিন ঘরে থাকা কর্মচারীরা বলেন, মেসার্স মরণ পাল স্টোরের মালিক সুজন পাল আমাদেরকে এসব পন্য দেন ভাঙ্গার জন্য। আমরা কাজ শেষ করে তাকে দিয়ে দেই। তাছাড়া আমরা আর কিছুই বলতে পারব না। এ ব্যাপারে মেসার্স মরণ পাল স্টোরের মালিক সুজন পাল বিষয়টি স্বীকার করে বলেন, আমরা দুই জাতের হলুদ গুড়া করে একসাথে মিক্স করে ক্রেতাদের কাছে বিক্রি করি। কেন মিক্স করেন তা প্রতিবেদক জানতে চাইলে তার কোন জবাব দেননি।
স্থানীয়রা বলেন, সুজন পাল এই ব্যবসাটি দীর্ঘদিন ধরে করে আসছেন। এই হলুদ গুড়া শরীরের জন্য অস্বাস্থ্যকর। বরুড়া উপজেলা প্রশাসন মেসার্স মরণ পাল স্টোরের মালিক সুজন পাল এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমারা এই ক্ষতিকর পন্যটি থেকে মুক্তি পাব।