• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় মোবাইল কোর্টে ১১ হাজার টাকা জরিমানা বরুড়ায় পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উদযাপিত বরুড়া বড় লক্ষীপুর ঈদে মিলাদুন্নবী (স:) জশনে জুলুছ পালিত বরুড়ায় পুরনো মুক্তিযোদ্ধা অফিস সংলগ্ন জনসাধারণের চলাচলের রাস্তার উপর গাছ থাকায় জনদূর্ভোগ গনতন্ত্র সুশাসন ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন …….. আবুল কালাম বরুড়ায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী, গ্রাম আদালত ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বরুড়ায় শিলমুড়ি রাজ রাজেশ্বরী উচ্চ বিদ্যালয়ে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত বরুড়ায় প্রশাসনের উদ্যোগে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ বরুড়ায় হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বরুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

পুলিশ কর্মকর্তার কাণ্ড: ঘুস না দেওয়ায় সাংবাদিকের বিরুদ্ধে চার্জশিট

Riaz Uddin Rana / ৩০ Time View
Update : শনিবার, ৮ জুন, ২০২৪

দুই লক্ষ টাকা ঘুস না দেওয়ায় সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত ছাড়াই চার্জশিট দেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এক তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮ কুমিল্লা জোনের এসআই (নিরস্ত্র) মনিরুল ইসলাম। অন্যদিকে ভুক্তভোগী দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়ের।

জানা যায়, ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর দৈনিক যুগান্তরের প্রথম পাতায় ‘কুমিল্লার বরুড়ায় পাঁচ প্রভাবশালীর নিয়ন্ত্রণে দুর্নীতির সাম্রাজ্য’ শিরোনামে একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হয়। যুগান্তর প্রতিনিধি আবুল খায়ের ভুক্তভোগীদের বক্তব্য এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংরক্ষণে রেখেই ওই সংবাদ প্রকাশ করেন।

পরে ওই সংবাদে মানহানি হয়েছে দাবি করে সংবাদ প্রকাশের দুদিন পর ১৯ সেপ্টেম্বর বরুড়া পৌরসভার মেয়র বকতার হোসেন বাদী হয়ে সাংবাদিক আবুল খায়েরের বিরুদ্ধে আদালতে একটি মানহানির মামলা দায়ের করেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কুমিল্লা জোনকে মামলাটি তদন্তের জন্য নির্দেশ দেন আদালত। এতে ওই জোনের এসআই মনিরুল ইসলাম তদন্তের দায়িত্ব পান।

পরে যুগান্তর প্রতিনিধি আবুল খায়েরকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কুমিল্লা কার্যালয়ে ডেকে নিয়ে দুই লাখ টাকা ঘুস দাবি করেন ওই তদন্ত কর্মকর্তা।

যুগান্তর প্রতিনিধি ঘুস দিতে অস্বীকার করায় কোনো প্রকার সাক্ষ্য-প্রমাণ এবং সংরক্ষিত ডকুমেন্ট না দেখেই গোপনে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন এই তদন্ত কর্মকর্তা। বিষয়টি নিয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপারকে অবহিত করা হলে তিনি বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে দাবি করেন।  এ সময় অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন পুলিশ সুপার।

এদিকে কোনো প্রকার সাক্ষ্য-প্রমাণ ডকুমেন্ট সংগ্রহ করা ছাড়া একজন সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চার্জশিট প্রদান করায় কুমিল্লায় গণমাধ্যমকর্মীরা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। ওই তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি লুৎফুর রহমান বলেন, একজন পুলিশ কর্মকর্তার এমন অপেশাদার কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া দরকার। আবুল খায়ের একজন পরিচ্ছন্ন মেধাবী সংবাদকর্মী। তাকে হয়রানি করা মানে কুমিল্লার পেশাদার সাংবাদিক সমাজকে হয়রানি করা।

কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপস বলেন, একজন সিনিয়র গণমাধ্যমকর্মীর সঙ্গে এমন আচরণ অগ্রহণযোগ্য। ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে বিষয়টি নিয়ে আমরা আন্দোলন করব এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত তদন্ত কর্মকর্তা এসআই মনিরুল ইসলামের কাছে জানতে চাইলে বলেন, ওই সংবাদকর্মীর কাছে ঘুস দাবি করিনি।  কথা বলার এক পর্যায়ে কোনো প্রকার সাক্ষ্য-প্রমাণ ছাড়া কেন ওই সাংবাদিকের বিরুদ্ধে চার্জশিট দিলেন? এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি এই কর্মকর্তা।

এ বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কুমিল্লা ইউনিটের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, সাক্ষ্য-প্রমাণ এবং তথ্য-উপাত্ত ছাড়া একজনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া মোটেও ঠিক না। অবশ্যই বাদী-বিবাদীর কাছ থেকে তথ্য-উপাত্ত নিতে হবে। ওই তদন্ত কর্মকর্তা যদি ঘুস দাবি করে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর