• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় মোবাইল কোর্টে ১১ হাজার টাকা জরিমানা বরুড়ায় পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উদযাপিত বরুড়া বড় লক্ষীপুর ঈদে মিলাদুন্নবী (স:) জশনে জুলুছ পালিত বরুড়ায় পুরনো মুক্তিযোদ্ধা অফিস সংলগ্ন জনসাধারণের চলাচলের রাস্তার উপর গাছ থাকায় জনদূর্ভোগ গনতন্ত্র সুশাসন ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন …….. আবুল কালাম বরুড়ায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী, গ্রাম আদালত ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বরুড়ায় শিলমুড়ি রাজ রাজেশ্বরী উচ্চ বিদ্যালয়ে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত বরুড়ায় প্রশাসনের উদ্যোগে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ বরুড়ায় হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বরুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

বরুড়া উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ইং হেলিকপ্টার ও আনারসের জমজমাট লড়াই

Riaz Uddin Rana / ৫৪ Time View
Update : রবিবার, ১৯ মে, ২০২৪

মোঃ ইকরামুল হক : উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার বরুড়ায় উপজেলায় চেয়ারম্যান পদে দুই আওয়ামী লীগ নেতার জমজমাট প্রচারণা, অভিযোগ আর পাল্টা অভিযোগে সরগরম উপজেলা। প্রবাসী আধিক্যের এই বরুড়া উপজেলায় ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৩৬ টি কেন্দ্রে মোট নারী ভোটার এক লক্ষ একাত্তর হাজার চারশত চুরানব্বই জন ও পুরুষ ভোটার এক লক্ষ বিরাশি হাজার পাঁচ শত তেত্রিশজন এবং তৃতীয় লিঙ্গের চার ভোটার মিলে সর্বমোট তিন লক্ষ চুয়ান্ন হাজার একত্রিশ জন ভোটার এবারের ভোট উৎসবে যোগ দিবেন।
এবার চারবারের সাবেক সাংসদ মরহুম আবদুল হাকিম(এমএ) সন্তান বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম ও আওয়ামী লীগের রাজনীতির একেবারেই নতুন মূখ ও বরুড়ার নতুন ভোটার স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খানের শ্যালক হামিদ লতিফ ভুঁইয়া কামাল, দুই প্রার্থীই যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে আর দিচ্ছেন নানান প্রতিশ্রুতি আর দু’জনেই প্রতিদিন করছেন নানান অভিযোগ।

বরুড়া উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আবদুল হাকিম পূত্র এ এন এম মইনুল ইসলাম হেলিকপ্টার ও স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খানের শ্যালক হামিদ লতিফ ভুঁইয়া কামাল আনারস ও বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন লিংকন মোটরসাইকেল । উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন লিংকন মোটরসাইকেল প্রতিক নিয়ে মূলত নির্বাচনী মাঠে অনুপস্থিত আর তাই বরুড়ার উপজেলা নির্বাচন হবে দ্বিমুখী।
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে কুমিল্লার বরুড়া ও সদর দক্ষিণ দুটি উপজেলায় ভোট গ্রহণ হবে। ২ মে প্রতীক বরাদ্দের পর থেকেই ব্যানার, ফেস্টুন, সামাজিক যোগাযোগমাধ্যম, পথসভা, উঠান বৈঠকসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণায় প্রার্থীরা ছিলেন অনুপস্থিত, দিন গড়ানোর সাথে সাথে দশ তারিখের পর বরুড়া সদর বাজারে উঠেছে নানান ধরনের পোষ্টার, ফেস্টুন ও ব্যানার এবং শুরু হয়েছে মাইকিং । প্রচারনার একেবারে শেষ দিকে এসে বিভিন্ন হাটবাজারে, চায়ের দোকানে, রাস্তার মোড়ে মোড়ে চলছে নির্বাচনী আলোচনাসহ পছন্দের প্রার্থীর ভোটপ্রাপ্তির বিষয়ে নানা সমীকরণ।

গত শুক্রবার বরুড়া উপজেলার শুশুন্ডা, তলাগ্রাম, লতিফপুর ও ভবানীপুর এলাকায় ঘুরে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন হেলিকপ্টার প্রতিকের প্রার্থী এ এন মইনুল ইসলাম আর গালিমপুর ইউনিয়ন সহ আশপাশের এলাকায় ব্যাপক জনসংযোগ ও পথসভায় অংশ গ্রহন করেন আনারস প্রতিকের প্রার্থী হামিদ লতিফ ভুঁইয়া কামাল।

বরুড়া পৌর সদর এলাকার বাসিন্দা আমির হোসেন বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। নতুন ও তরুণ-যুবক ভোটাররাও ঝুঁকছে আনারসের দিকে। নতুন হিসেবে আনারসের প্রার্থীর এলাকায় কোন বদনাম নেই।

বরুড়া পৌরসভার প্যানেল মেয়র ও সদর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শাহজাহান মিয়া গতকাল পথসভায় বলেন বরুড়ার স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে বাঁচিয়ে রাখতে হলে এ এন এম মইনুল ইসলামের দ্বিতীয় কোন বিকল্প নেই, গত ছয়মাস তিনি ভোটারদের দ্বারে দ্বারে নিয়মিত গিয়েছেন এবং সংগঠন কে করেছেন সুসংগঠিত। বরুড়া উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি আবদুল হাকিমের সন্তান মইনুল ইসলাম ভাই আর তাই আগেই ২১ মে সকলে মিলে হেলিকপ্টার মার্কায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।

এদিকে দলীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাঠে নেমেছেন বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা, তারা ভোট আনারসের পক্ষে , নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা বলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম ও কর্মসংস্থান সম্পাদক সাবেক সাংসদ জাকারিয়া তাহের সুমনের নির্দেশেই তারা হামিদ লতিফ ভুঁইয়া কামালের আনারস প্রতিকের পক্ষে কাজ করেছেন ।
নির্বাচনের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান লায়ন রবিউল আলম গালিমপুর ইউনিয়নে পথ সভায় বলেন, ২১ শে বর্তমান চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলামের কবর রচিত হবে আর আনারসের প্রার্থী হামিদ লতিফ ভুঁইয়া কামাল বিজয়ী হবেন।
অন্যদিকে বর্তমান সাংসদ এ জেড এম শফিউদ্দিন শামীমের মৌন সম্মতি আছে আনারসের প্রার্থী হামিদ লতিফ ভুঁইয়া কামালের প্রতি আর এই বিষয়টি নিশ্চিত করেছেন হেলিকপ্টার প্রার্থী এ এন এম মইনুল ইসলাম । সাংসদ শামীম আচরণ বিধি লংঘন করে তার নিজ বাড়িতে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নানান পর্যায়ের নেতৃবৃন্দের ডেকে নিয়ে আনারসের পক্ষে ভোট চান চলে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের অবগত করেন মইনুল ইসলাম।

ভোটে জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম, তিনি বলেন বিএনপি জামাত ও আওয়ামী লীগে থাকা তাদের দোষড়া যত ষড়যন্ত্রই করেন কোন লাভ নেই, ইনশাআল্লাহ ২১ মে হেলিকপ্টারের পক্ষেই রায় দিবে বরুড়ার জনগন দীর্ঘ ৬০ বছর এই বরুড়ার সাথে আছে আমাদের পরিবার ইনশাআল্লাহ আগামী দিনেও পাশে থাকবো।

তারুণ্যের শক্তিকে পুঁজি করে ভোটের মাঠে থাকা আনারস প্রতীকের প্রার্থী হামিদ লতিফ ভুঁইয়া কামাল বিভিন্ন পর্যায়ে বরুড়া উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বলেন, ছাত্র থাকা অবস্থাতেই এলাকার মানুষের সঙ্গে আছি।ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদে ছাত্রমৈত্রীর হয়ে নির্বাচনে জয়ী হয়েছি এবং ভিক্টোরিয়া কলেজ কে বিশ্ববিদ্যালয় করার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। ভোট আসছে বলেই ভোটারদের কাছে যাচ্ছি—বিষয়টি এমন নয়। উপজেলার সব স্তরের মানুষের সঙ্গে আমার নিবিড় যোগাযোগ আছে। আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বরুড়াবাসীর কাছে অবশ্যই একটি ভোট চাইতেই পারি। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।
নির্বাচনের বিষয়ে সহকারী রিটার্নীং কর্মকর্তা ও বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ন্যু এমং মারমা মং বলেন, অবাদ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ও ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এই বিষয়ে আমরা বদ্ধ পরিকর, যেহেতু মাত্র দুটি উপজেলায় নির্বাচন তাই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
চলতি বছর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে প্রার্থী হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফরহাদ হোসেন (টিয়া পাখি), এডভোকেট আবদুর রহিম (পালকী), উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক (বহিস্কৃত) মোহাম্মদ কামাল হোসেন ভুঁইয়া (চশমা), মোঃ কবির আহমেদ(তালা), আর ভাইস চেয়ারম্যান (নারী) বর্তমান ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শিখা (হাঁস), সাবেক নারী কাউন্সিলর মিনোয়ারা বেগম (কলস):, সাবেক নারী নেত্রী জান্নাতুল ফেরদৌস (মর্জিনা) ফুটবল প্রতিক নিয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর