নিজস্ব প্রতিবেদক :
এই যেন এক খাওয়ার রাজ্যে বসবাস আমাদের, বালু খেকো, মাটিঁ খেকো, খাল খেকো,সরকারি জায়গায় দখল করা নিত্য দিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, দেখার যেন কেউ নাই, নিউজ অল বাংলাদেশ২৪.কমের অনুসন্ধানে উঠে এসেছে এমনি একটি মাটি খেকো চক্রের , কুমিল্লা লাকসাম উপজেলার ১নং বাকই দঃ ইউনিয়নের কৈত্রা গ্রামে, জয় টিভির অনুসন্ধান ও প্রত্যক্ষদর্শীর সূত্র মতে, একদল মাটি খেকো চক্র পাচঁপাড়া থেকে কোয়াঁর সরকারি খালটির মাটি রাতের আধাঁরে নিয়ে যাচ্ছে, এই অঞ্চলের মানুষের সেচ কার্যক্রমের অন্যতম একটি মাধ্যমে এই খালটি, মাটি খেকো চক্রের সদস্যরা খালের আইলের মাটি এমনকি রাস্তার মাটি কেটে বিক্রি করে দিচ্ছে পুকুর ও খাল বরাটকারী চক্রের কাছে, এতে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি কাজ, তেমনি পরিবেশ হচ্ছে বিপন্ন, সচেতন মহল মাটি খেকো জহির,মিন্টু, সবুজ চক্রের হাত থেকে কৃষি নির্ভর এই অঞ্চলকে রক্ষা করার জন্য প্রশাসনের সু দৃষ্টি কামনা করেন,ট্রাকে মাটি আসা নেয়ার ফলে কৃষি করপোরেশনের নতুন একটি ব্রীজ ভেঙ্গে পড়ে, যার ফলে মানুষের চলাচলে চরমভাবে ব্যহত হচ্ছে এই ব্যাপারে লাকসাম উপজেলা নির্বাহী অফিসারকে জয় টিভির অনুসন্ধান টিম অবহিত করলে তিনি তাত্ক্ষণিক মোবাইল কোট পরিচালনা করেন, মোবাইল কোটের খবর পেয়ে মাটি খেকো চক্র পালিয়ে যায়,উপজেলা প্রশাসন তদন্ত সাপেক্ষে দুষিদের আইনের আওতায় আনার ঘোষণা দেন।