নিজস্ব প্রতিনিধিঃ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন সহকারী রিটার্নিং কর্মকর্তা নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন। বরুড়ায় গত সোমবার বিকাল তিন টায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এর নিকট কুমিল্লা ৮ বরুড়া আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রতীকের প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি জাকারিয়া তাহের সুমন মনোনয়নপত্র দাখিল এর সময় সাথে ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি কায়সার আলম সেলিম, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া পৌরসভা বিএনপি’র সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সাবেক পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী।
দিনের শুরুতে তিনি ‘আধুনিক বরুড়ার রূপকার’ ও সাবেক সফল সংসদ সদস্য, তাঁর প্রয়াত পিতা মরহুম এ কে এম আবু তাহের এর কবর জিয়ারত করেন। পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর আদর্শকে পাথেয় করে বরুড়াবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করার শপথ নেন তিনি।
কবর জিয়ারত শেষে তিনি কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মু-রেজা হাসান এর কার্যালয়ে উপস্থিত হয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন। শেষে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আসাদুজ্জামান রনি এর নিকট
মনোনয়নপত্র দাখিল শেষে এক প্রতিক্রিয়ায় জাকারিয়া তাহের সুমন বলেন:
“আমার শ্রদ্ধাভাজন পিতা মরহুম এ কে এম আবু তাহের বরুড়া বাসীকে নিয়ে যেণ ও আধুনিক বরুড়া গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।