বিল্লাল হোসেন, বরুড়া:
বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় এবং নানা কর্মসুচীর মধ্যে দিয়ে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলার চালিতাতলী দারুসসুন্নাহ আলিম মাদ্রাসার উদ্যোগে গত মঙ্গলবার বীরমেুক্তিযোদ্ধা শহিদদের রুহের মাগফিরাত কামনার্তে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। বিশেষ দোয়া ও মোজানাত পরিচালনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা সফিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শহিদ আলম, সহকারী অধ্যাপক (আরবী)মাওলানা মোহাম্মদ সোলাইমান, আরবী প্রভাষক মাওরানা জহিরুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক আব্দুল আউয়াল, সহকারী শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম, মো: বেলায়েত হোসেন, মো: জাহাঙ্গীর আলম বিএসসি, মো: খালেদ হাসান, মো: শাহজালাল, ইলিয়াস মিয়া প্রমূখ।