• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

জয় বাংলা বাংলার জয়, ১৯৭১ সালে সকল শহিদ মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা ভাই বোনদের প্রতি বিনম্র শ্রদ্ধা,

‘লাল সবুজের পতাকা’ কবি মো. আয়েত আলী, (প্রয়াত বীর মুক্তিযোদ্ধার ছোট ভাই)

News Room / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

দুই লক্ষ মা বোনের ইজ্জত
ত্রিশ লক্ষ মানুষের রক্ত মৃত্যু
দিয়ে কেনা জাতির স্বাধীনতা,
জাতির সর্বকালের সর্ব শ্রেষ্ঠ
আদর্শের সূর্য সৈনিক
বীর মুক্তির সেনা
১৯৭১ সালে
সোনার বাংলার দামাল ছেলে
বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল
জাতিকে দিতে স্বাধীনতা
সোনার বাংলার মুক্ত আকাশে
উড়াইতে লাল সবুজের পতাকা,
বিশ্বাস ঘাতকতা করেছিল
বাংলা বাসী ঘাতক রাজাকার
পশ্চিম, পাকিস্থানী শাসক শোষক
উর্দু জান্তা সরকার,
জাতিকে মুত্যুর দুয়ারে ঠেলে
ঠেলে দিয়েছিল বারে-বার,
ঊষার দুয়ারে করেছিল হানি আঘাত
অগ্নি সংযোগ লুটতরাজ,
গণহত্যা, নারী নির্যাতন,
তুলে দিয়েছিল
বাংলা বাসি রাজাকারেরা
পশ্চিম পাকিস্থানী
উর্দু কুলাঙ্গারে হাতে
আমাদের অসহায় মা, বোনের ইজ্জত,
প্রতিবাদে সোনার বাংলার দামাল ছেলে
বীর বীরাঙ্গানা মৃত্যুর মুখামুখি দাঁড়ায়ে
অস্ত্র হাতে যোদ্ধ করে
জাতিকে দিল স্বাধীনতা-
সোনার বাংলার মুক্ত আকাশে
উড়াইল লাল সবুজের পতাকা।
জাতির স্বাধীনতা।

লেখকের বাণী-
আমি ইতিহাসের এই কবিতা-উৎসগ করলাম
বঙ্গবন্ধুর সহচর, জেল হত্যার ৪ নেতার সহ-যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা, দুই দল মুক্তিযোদ্ধার সাংগঠনিক সম্পাদক, ৪ বার সংসদ বিজয়ী ৪৫ বৎসরের আওয়ামীলীগের পৃষ্ঠপোষক বরুড়ার কান্ডারী প্রয়াত মহতী নেতা আবদুল হাকিম সাহেবের আত্মার স্মরণে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর