সলিল রঞ্জন বিশ্বাসঃ
কুমিল্লার বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মাধ্যমে ৭ই ডিসেম্বর পাক-হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি বিজয় র্যালী বের করা হয়। র্যালীটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্ত¡রে গিয়ে মিলিত হয়। ওই স্থানে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার প্রমূখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজনেরা উপস্থিত ছিলেন।