ওমর ফারুকঃ
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি দলীয় মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের মনোনয়নের পর থেকে আওয়ামী লীগের দোসরদের সঙ্গে হাত মিলিয়ে একটি কুচক্রী মহল নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছে লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি, উপজেলা বিএনপি
রবিবার দুপুরে ‘কথিত বিএনপি নেত্রী’ সামিরা আজিম দোলার কর্মসূচিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হামলার ঘটনাকে বিএনপির স্থানীয় নেতারা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা বলে অভিহিত করেছেন।
তারা বলেন, এই ঘটনা ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়।
রবিবার সন্ধ্যায় লাকসাম উপজেলা বিএনপির আয়োজনে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন নেতৃবৃন্দ।এই ঘটনায় যুবদল, সেচ্ছাসেবকদলের ৪জন গুরুতর আহতসহ ২০ জন আহত হয়েছে বলে জানান, লাকসামের বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছে
ভিডিও কলে বক্তব্য দেন কুমিল্লা-৯ আসনের বিএনপি প্রার্থী আবুল কালাম। তিনি বলেন,
“আমরা শান্তি ও ঐক্যের লাকসাম গড়ে তুলতে চাই। বিশৃঙ্খলাকারী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে।”
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. নূর উল্ল্যাহ রায়হান, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, পৌর বিএনপির সাবেক আহবায়ক আবুল হাসেম মানু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, এবং আবুবকর ছিদ্দিক মিল্টন প্রমুখ।
নেতৃবৃন্দ একযোগে বলেন, বিএনপি সবসময় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে বিশ্বাসী। কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপিকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।