ওমর ফারুকঃ
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম শুক্রবার সকাল ১০টায় ব্যাপক গণসংযোগ করেন।
এ সময় তিনি লাকসামের বাকই দক্ষিণ ইউনিয়নের ৩ ও ৯ নম্বর ওয়ার্ডে মহিলাদের অংশগ্রহণে আয়োজিত এক উঠান বৈঠকে যোগ দেন। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দুলাল মিয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. নূর উল্ল্যাহ রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু এবং সহসভাপতি প্রফেসর আবুল হোসেন।
সভায় আবুল কালাম বলেন, “ধানের শীষ এই দেশের মানুষের আস্তা ও ভালোবাসার প্রতীক। জনগণের অধিকার পুনরুদ্ধার ও সু-শাসন প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন।”
উঠান বৈঠক শেষে তিনি লাকসাম মডেল মসজিদে জুম্মার নামাজ আদায় করেন এবং মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা করেন। পরে তিনি লাকসাম জগন্নাথ মন্দিরে গিয়ে কীর্তনের ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন লাকসাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি বাবু সুভাষ বণিক, লাকসাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক বিশ্বতম সাহা বিষু সহ স্থানীয় নেতৃবৃন্দ