ওমর ফারুকঃ
কুমিল্লার লাকসাম উপজেলায় অনুষ্ঠিত হলো এক আনন্দঘন গণসংবর্ধনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক এবং লজিস্টিক ও প্রটোকল কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লাকসামের কৃতি সন্তান ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক-কে নাগরিক সংবর্ধনা জানায় কান্দিরপাড় ইউনিয়ন বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে কান্দিরপাড় ইউনিয়নের হাই স্কুল মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম — যিনি আশিকের পিতা হিসেবেও এলাকায় গভীর শ্রদ্ধার পাত্র।আশিক আবুল কালামের একমাত্র পুত্র।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু এবং পৌরসভা সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক।
বক্তারা বলেন, “ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক শুধু ক্রীড়াঙ্গনে নয়, লাকসামের তরুণ প্রজন্মের অনুপ্রেরণার প্রতীক। তার নির্বাচিত হওয়া লাকসামের জন্য গর্বের বিষয়।”
অনুষ্ঠান শেষে আশিকের নেতৃত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নির্বাচনী ক্যাম্পেইনের অংশ হিসেবে লাকসাম শহরে এক আনন্দ মিছিল বের করেন। মিছিলে ধানের শীষের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
স্থানীয় নেতারা বলেন, “লাকসামের জনগণ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত। বিএনপির নেতৃত্বে আসন্ন নির্বাচনে গণজোয়ার সৃষ্টি হবে।”
এই সংবর্ধনা ও ক্যাম্পেইনের মধ্য দিয়ে লাকসামে নির্বাচনী কার্যক্রমে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে