তাপস চন্দ্র সরকার।।
বুধবার সকালে আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মাহাবুবুর রহমান এর নির্দেশক্রমে বিভিন্ন যানবাহনের চালক, ফুটপাতের দোকানদার ও পথচারীদের মাঝে জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) এফ এম শেফায়েত ছালাম এর নেতৃত্বে লিগ্যাল এইড এর ক্যাপ বিতরণ করা হয়। এ সময় জেলা লিগ্যাল এইড এর সদস্যরা উপস্থিত ছিলেন।