রিয়াজ উদ্দিন রানাঃ কুমিল্লার বরুড়ায় দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের আমড়াতলী পূর্ব বাজারে রবি বিক্রয় এবং সেবা কেন্দ্রের শুভ উদ্ভোধন করা হয়। এসময় ফিতা ও কেক কেটে রবি বিক্রয় এবং সেবা কেন্দ্রের শুভ উদ্ভোধন করেন বরুড়া উপজেলার রবি আজিয়াটা লিমিটেড এর অনুমোদিত ডিস্ট্রিবিউটর, মেসার্স ইফতেখার এন্টারপ্রাইজের প্রোফাইটর মিজানুর রহমানের ছোট ভাই বরুড়া থানা নগদ এর অনুমোদিত ডিস্ট্রিবিউটর, ভুঁইয়া এন্টারপ্রাইজের প্রোফাইটর ছাদেকুর রহমান রুবেল ভুঁইয়াসহ অন্যান্য অতিথি বৃন্দ।
ছাদেকুর রহমান রুবেল ভুঁইয়া
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমড়াতলী বাজার কমিটির সভাপতি গোলাম মাওলা বাদল, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রাসেল, আল-আরাফাহ ইসলামী ব্যাংক আমড়াতলী উপ-শাখার ম্যানেজার জাহিদুল আলম, কুমিল্লা রবি বিক্রয় এবং সেবা কেন্দ্রের রিজিওনাল কো-অর্ডিনেটর সাব্বির হোসেন, আমড়াতলী রবি সেবা পয়েন্ট এর এজেন্ট শুভ প্রমুখ। । দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা বরকত উল্লাহ। রবি সেবা পয়েন্ট উদ্ভোধনের পর লটারীর মাধ্যমে ১০জন বিজয়ীকে পুরস্কার বিতরণ করা হয়।