• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় মোবাইল কোর্টে ১১ হাজার টাকা জরিমানা বরুড়ায় পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উদযাপিত বরুড়া বড় লক্ষীপুর ঈদে মিলাদুন্নবী (স:) জশনে জুলুছ পালিত বরুড়ায় পুরনো মুক্তিযোদ্ধা অফিস সংলগ্ন জনসাধারণের চলাচলের রাস্তার উপর গাছ থাকায় জনদূর্ভোগ গনতন্ত্র সুশাসন ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন …….. আবুল কালাম বরুড়ায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী, গ্রাম আদালত ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বরুড়ায় শিলমুড়ি রাজ রাজেশ্বরী উচ্চ বিদ্যালয়ে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত বরুড়ায় প্রশাসনের উদ্যোগে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ বরুড়ায় হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বরুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

৫০ বছর ইমামতি করা ইমামকে রাজকীয় বিদায়

Riaz Uddin Rana / ১৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
ছবি-সংগৃহিত

দীর্ঘ ৫০ বছর মসজিদে ইমামতি, পাশাপাশি মাদ্রাসা শিক্ষা প্রসারে ভূমিকা রাখা হাফেজ মাও. ওয়াদুদ ভূঁইয়া (৭৫) নামে এক ইমামকে রাজকীয় বিদায় দিয়েছেন এলাকাবাসী। বুধবার বিকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ত্রিদোনা গ্রামে ত্রিদোনা ও দত্রা গ্রামবাসীর উদ্যোগে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ১৯৭৩ সালে ত্রিদোনা জামে মসজিদে ইমাম হিসেবে যোগ দেন ওই সময়ের টগবগে তরুণ হাফেজ মাও. ওয়াদুদ ভূঁইয়া। তিনি একাধারে ওই মসজিদে ইমামতি ছাড়াও ত্রিদোনা মাদ্রাসার প্রতিষ্ঠা থেকে শুরু করে শিক্ষকতা পেশায় যোগ দিয়ে এলাকায় মাদ্রাসা শিক্ষায় ভূমিকা রাখেন। কিন্তু দীর্ঘ ৫০ বছর ইমামিত করার পর বয়সের কারণে তিনি অবসরে যাওয়ার ইচ্ছার কথা জানালে ত্রিদোনা ও দত্রা গ্রামবাসীর উদ্যোগে তাকে আনুষ্ঠানিক বিদায় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে নজরুল ইসলাম মহনের সভাপতিত্বে ও হাফেজ মাও. ওয়ালি উল্লাহের পরিচালনায় স্মৃতিচারণ করেন জেলা পরিষদের সাবেক সদস্য মশিউর রহমান মিটু, হাফেজ মাও.কামাল হোসেন, শাহ আলম মামুন ভূঁইয়া, ইউপি সদস্য মাসফেকুর রহমান রাসেল, হাফেজ মনির ও তাজুল ইসলাম।

বক্তারা বলেন, ত্রিদোনা ও দত্রা এলাকায় নিঃস্বার্থভাবে হাফেজ মাও. ওয়াদুদ ভূঁইয়া দীর্ঘ ৫০ বছর সেবক হিসেবে কুরআন শিক্ষা দিয়েছেন। তিনি কখনো স্বার্থের কথা চিন্তা করেননি। এ এলাকায় কুরআনের আলো ছড়িয়েছেন। তাই আজকে তাকে রাজকীয় ভাবে বিদায় দেওয়ার চেষ্টা করেছি।

হাফেজ মাও. ওয়াদুদ ভূঁইয়া তার বিদায়ী বক্তব্যে এ আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি আমার সারা জীবন দ্বীনের সেবায় কাটিয়েছি। এ এলাকার মানুষকে কুরআন শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেছি।

আলোচনা শেষে ফুলেল শুভেচ্ছা জানানোর পর ফুল দিয়ে সাজানো গাড়িযোগে মোটর সাইকেল শোভাযাত্রা দিয়ে ইমাম হাফেজ মাও. ওয়াদুদ ভূঁইয়াকে নিজ বাড়ি পাশ্ববর্তী রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর গ্রামে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর