মোঃ ইকরামুল হক, বরুড়াঃ চলমান ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচনকে কে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে করতে বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনের চার দিন আগে বরুড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে প্রত্যাহারের আদেশটি দেওয়া হয়। শুক্রবার বিষয়টি জানাজানি হয়।
প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া উপজেলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনী ।
নির্বাচন কমিশনের ওই চিঠিতে বলা হয়, উপযুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০১৪ অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কুমিল্লা জেলার বরুড়া থানার বর্তমান অফিসার ইনচার্জকে প্রত্যাহার করে তদস্থলে একজন উপযুক্ত কর্মকর্তা পদায়নের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন। বর্ণিতাবস্থায়, উল্লিখিত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।
ওসি রিয়াজ বলেন, তিনি এখনও চিঠি পাননি। চিঠি পেলে বিস্তারিত জানাবেন