বিশেষ প্রতিনিধি :
জয় টিভির অনুসন্ধান টিমে উঠে আসছে কুমিল্লার লাকসাম পৌরসভার ৯নং ওয়ার্ডে সাতবাড়িয়া খালটিতে , বিভিন্ন দখলদারেরা, বালু ভরাট, দোকান নির্মাণ, এবং কিছু কিছু জায়গায় বাড়ি নির্মাণের কারনে গুরুত্বপূর্ণ খালটি মৃত প্রায়,খাল দখলের কারনে খালে পানি না তাকায়, কৃষক কৃষি কাজে পানি সেচ করতে না পারায় কৃষি কাজ চরম ভাবে ব্যাহত হচ্ছে, পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে, সচেতন মহল খালটিকে দখল মুক্ত করে পানি চলাচলের উপযোগী করার দাবি জানান,খালটি দখলের ফলে বর্ষা মৌসুমে এই এলাকায় চরমভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়, এলাকার সাধারণ জনগণ খালটিকে দখল মুক্ত করার জন্য আহব্বান জানান
সাতাবাড়িয়া খালের উপর নতুন করে দোকান নির্মাণকারী পান্না আক্তারের মুঠো ফোনে একাদিক বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এই বিষয়ে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার বলেন খাল দখল মুক্তকরনে দ্রুত পদক্ষেপ নেয়া হবে এলাকার জনগণ
উপজেলা প্রশাসনের সু দৃষ্টি কামনা করেন