রিয়াজ উদ্দিন রানাঃ
কর্মদক্ষতা আর শ্রেণিকক্ষে সুদক্ষভাবে পাঠদানে অবদান রাখায় কুমিল্লা জেলার বরুড়া উপজেলার পৌরশহরে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব লক্ষন চন্দ্র পাল উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিটি বিভিন্ন মানদণ্ড যাচাইবাচাই করে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত করেন লক্ষন চন্দ্র পালকে।
লক্ষন চন্দ্র পাল উপজেলার ৩নং উত্তর খোশবাস ইউনিয়নের নরসিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজি ও কম্পিউটার এপ্লিকেশনে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ২০১৪ সালে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ইংরেজি) হিসেবে যোগদান করার পর থেকে অদ্যাবধি সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন।