ওমর ফারুক :
স্বজনদের সাথে ঈদ কাটিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। আর তাই যানবাহনে অপেক্ষায় যাত্রীদের ভিড়। ঈদ চলে যাওয়ার একসাপ্তাহের বেশি সময় হলেও ঈদ বোনাসের নামে বেশি ভাড়া আদায় করা যেন থামছেই না বরং তা যেন চালকদের কাছে নিয়মিত নিয়মে পরিনত হয়েছে, আর এ অবস্থাকে পুঁজি করে কুমিল্লার লাকসামে স্থানীয় বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এতে ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
ভুক্তভোগী যাত্রীরা জানান, লাকসাম সদর থেকে মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, বাঙ্গড্ডা, খিলা, নাথেরপেটুয়া, বিপুলাসার, শাকরা, আটিটি, মুদাফরগঞ্জ, আউশপাড়া, কামড্ডা, চিতোষী, শ্রীয়াং,মুদাফরগন্জ কালিয়াপুরসহ বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশাগুলো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। যে যার মতো ভাড়া নিচ্ছে। যাত্রীরা প্রতিবাদ করলেই চালক, বাকবিতন্ডা ও কোন কোন ক্ষেত্রে হাতাহাতির ঘটনাও ঘটছে। এতে বেশীর ভাগ ক্ষেত্রে যাত্রীদের নাজেহাল হতে হয়। দৃশ্যতঃ এসব দেখার যেন কেউ নেই। তাই অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবী যাত্রীদের, সড়ক ও পরিবহন সেবায় নৌরাজ্য দেখা দিয়েছে, সিএনজি ও অটোর চালোকদের কাছে সাধারণ যাত্রীরা যেন জিম্মি, একদিকে নিত্যপন্য দাম অন্য দিকে বাস সিএনজি ভাড় বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস দেখা দিয়েছে সাধারণ মানুষের দাবি উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্টরা পরিবহন ক্ষাতে নৈরাজ্যের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনবে সাধারণ মানুষের একটাই চাওয়া ন্যায ভাড়া আদায় করা হওক তৈল দাম কমলেও ভাড়া আজও কমেনি বরং কোন কোন রুটে তিনগুণ ভাড়া নিচ্ছে যাত্রীদের কাছ থেকে