জেলা প্রতিনিধি মাদারীপুরঃ
মাদারীপুরে র্যাবের হাতে ইয়াবা ব্যাবসায়ী আটক।
মাদারীপুরের কালকিনি হতে র্যাব-৮-সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে বুধবার সন্ধায় সিডিখান গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ রাহাত শিকদার(২১)কে ১২৫ পিস ইয়াবা বিক্রির সময় গ্রেফতার করে। ইয়াবা ব্যাবসায়ি মোঃ রাহাত শিকদার ক্রোকিরচর গ্রামের কাওসার শিকদার এর ছেলে। এ সময় তার কাছ থেকে মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল এবং ০১টি সীমকার্ড উদ্ধার করা হয়। মোঃ রাহাত শিকদার একজন পেশাদার মাদক ব্যবসায়ী সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ আসামিকে কালকিনি থানায় হস্তান্তর করা হয়। কালকিনি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিচ্চিত করেন র্যাব-৮-মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম ।