ওমর ফারুকঃ
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালামের পথসভায় উপচে পড়া জনসমাগম।
বুধবার সকাল ১০টায় তিনি তার নিজ বাড়িতে পিতা বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আউলিউল্লাহ’র কবর জিয়ারত ও গাজী শাহ (র.) মাজারে ফাতেহা পাঠের মাধ্যমে নির্বাচনী গণসংযোগের আনুষ্ঠানিক সূচনা করেন।
গণসংযোগের শুরু থেকেই লাকসামের বিভিন্ন এলাকায় জনতার ঢল নামে। সাধারণ মানুষ ও বিএনপির হাজারো নেতাকর্মী তাকে একনজর দেখতে ছুটে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. নুর উল্ল্যাহ রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশুসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পথসভায় আবুল কালাম আবেগঘন কণ্ঠে বলেন, “আমি এই মাটির মানুষ। আমার কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন। সবাই ভেদাভেদ ভুলে ধানের শীষে ভোট দিন। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার শক্তি।”
তার এই বক্তব্যে উপস্থিত অনেকেই আবেগাপ্লত হয়ে পড়েন, অনেকে শ্লোগান দেন—
“ধানের শীষে ভোট দিন, দেশ বাঁচান!”
দিনভর লাকসামের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে আবুল কালাম জানান, তিনি জনগণের ভালোবাসাকে রাজনৈতিক শক্তি হিসেবে কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন ও পরিবর্তনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাবেন বলে অঙ্গীকার ব্যাক্ত ।