ওমর ফারুক, লাকসাম
লাকসাম নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও লাকসাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, নির্যাতিত পরিশ্রমী যুব নেতা ইয়াসিন ফাহাদের ৩৯তম জন্মদিন আজ। দিনটি উপলক্ষে দলীয় নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করা হয়েছে।
দীর্ঘদিন ধরে বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত ইয়াসিন ফাহাদ ছাত্রজীবন থেকেই দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তিনি শুধু একজন ত্যাগী রাজনীতিক নন, তরুণদের অনুপ্রেরণার এক উজ্জ্বল প্রতীক হিসেবেও এলাকায় পরিচিত।
জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে নেতাকর্মীরা বলেছেন, “ইয়াসিন ফাহাদ ভাই আমাদের রাজনীতির এক অনুপ্রেরণার নাম। দুঃসময়ে তিনি দলকে ভালোবেসে যে ত্যাগ ও সাহস দেখিয়েছেন, তা আমাদের পথ দেখায়।”
ইয়াসিন ফাহাদ বলেন, “দল ও দেশের স্বার্থে সারাজীবন কাজ করে যেতে চাই। নেতা-কর্মীদের ভালোবাসা আমার সবচেয়ে বড় পাওয়া।”
উল্লেখ্য, ইয়াসিন ফাহাদ লাকসাম উপজেলার একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে বিএনপি ও যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে