• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
মুদাফরগঞ্জে বিএনপি নেতা মির্জা সোহেলের ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ লাকসামে পরিকল্পিত বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন লাকসামে ৩১ দফা বাস্তবায়নে আবুল কালামের উঠান বৈঠক বরুড়ায় দুইদিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে স্কুলের জায়গা দখলের চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ লাকসামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কুমিল্লা-৯ পুনরুদ্ধারে আবুল কালামেই আস্থা তৃনমুল বিএনপির লাকসামে বিসিবি পরিচালক আশিককে গণসংবর্ধনা বিএনপির ৩১ দফা বাংলাদেশের মুক্তির সোপান — আবুল কালাম

লাকসামে স্কুলের জায়গা দখলের চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

News Room / ৩১ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

ওমর ফারুকঃ

কুমিল্লার লাকসামে শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান বিজরা রহমানিয়া চিরসবুজ উচ্চ বিদ্যালয় ও কলেজের জায়গা দখলের চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

মঙ্গলবার সকালে কুমিল্লা–চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বিজরা বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হওয়া মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিজরা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশ করেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি প্রায় ১৩ শতক জায়গা ব্যবহার করে আসছে, যা বিএস ও আরএস রেকর্ডে বিদ্যালয়ের মালিকানায় রয়েছে। কিন্তু সম্প্রতি একটি চিহ্নিত ভূমিদস্যু চক্র জায়গাটি দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিদ্যালয়ের অধ্যক্ষ আবুল খায়ের বলেন,
“প্রায় ৭০ বছর ধরে এই জায়গাটি বিদ্যালয়ের মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে প্রতিদিন ছাত্র-ছাত্রীরা খেলাধুলা করে। কিছু ভূমিদস্যু যারা ইতিমধ্যে বাজারের অনেক জায়গা দখল করেছে, এখন স্কুলের জায়গায় চোখ দিয়েছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—বিদ্যালয়ের জমি যেন কোনোভাবেই দখল না হয়।”

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবুল হোসেন বলেন,
“এই বিদ্যালয় আমাদের গর্বের প্রতীক। আমি আমার জীবন দিয়েও বিদ্যালয়ের জায়গা রক্ষা করব। কোনো চক্রকে স্কুলের সম্পত্তি দখল করতে দেওয়া হবে না।”

অভিভাবক ও স্থানীয় জনসাধারণও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, শিক্ষার পরিবেশ নষ্ট করে কোনোভাবেই দখলদারদের স্বার্থ হাসিলের সুযোগ দেওয়া যাবে না।

📍 উল্লেখ্য, বিজরা রহমানিয়া চিরসবুজ উচ্চ বিদ্যালয় ও কলেজ লাকসাম উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে আসছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর