ওমর ফারুকঃ
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম। মনোনয়ন ঘোষণার পর থেকেই উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
দীর্ঘদিন দলের দায়িত্বে থেকে আবুল কালাম তৃণমূলে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন। তার ক্যারিশম্যাটিক নেতৃত্বে লাকসাম উপজেলা, পৌরসভা এবং মনোহরগঞ্জের শীর্ষ নেতাদের মধ্যে দীর্ঘদিনের গ্রুপিং নিরসন হয়। ফলে দল সংগঠনে ঐক্য ও শৃঙ্খলা ফিরে আসে।
এ আসনে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় ছিলেন প্রয়াত বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য কর্নেল আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলা—দলের নতুন মুখ ও তরুণ নেতৃত্ব। তবে দল দীর্ঘদিনের পরীক্ষিত জননন্দিত নেতা আবুল কালামকে মনোনয়ন দিলে সামিরা আজিম দোলার অনুসারীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা সড়ক ব্যারিকেডসহ বিক্ষোভ করলে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়। দ্রুত দলীয় সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
দুই পক্ষের মধ্যে সমঝোতাঃ
গত ৯ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও হাইকমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে দুই প্রার্থীর মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা হয়। পরে ১৫ অক্টোবর লাকসাম উপজেলা বিএনপির কার্যালয়ে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহার সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন।
বৈঠকে মনোনয়ন প্রত্যাশীসহ সকল নেতৃবৃন্দ দলের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন। সেখানে সামিরা আজিম দোলার প্রতিনিধিরাও স্পষ্টভাবে জানান—
“দলের সিদ্ধান্তই চূড়ান্ত। ধানের শীষের বিজয়ের জন্য আমরা সবাই এক কাতারে।”
“এখনই সর্বোচ্চ ঐক্য প্রয়োজন”—আবুল কালাম
সভায় আবুল কালাম বলেন—
“বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নই আমাদের রাজনীতি। কুমিল্লা-৯ আসন পুনরুদ্ধারে এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্য ও সংগঠিত শক্তি প্রয়োজন।”
তিনি আরও প্রতিশ্রুতি দেন, লাকসাম-মনোহরগঞ্জের মানুষের অধিকার আদায়ে তিনি সর্বোচ্চ পরিশ্রম করবেন।
ঐক্যই হবে বিএনপির শক্তি-
বৈঠকে উপস্থিত মনোনয়ন প্রত্যাশী ও স্থানীয় নেতারা বলেন, ধানের শীষের বিজয়ই এখন সবার প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে মাঠে-ঘাটে একযোগে কাজ করবেন তারা।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাময়িক ভুল বোঝাবুঝি কাটিয়ে বিএনপি এখন লাকসামে আগের তুলনায় আরও বেশি ঐক্যবদ্ধ ও উজ্জীবিত। আসন্ন নির্বাচনে এই ঐক্য দলকে বড় শক্তি দেবে বলেও তারা মনে করছেন।