ওমর ফারুকঃ
কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম লাকসাম উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। লাকসামে বিভিন্ন পূজা মন্ডপে মঙ্গলবার সন্ধ্যায় তিনি পৌর শহরের প্রচীনতম মন্দির জগন্নাথ বাড়ি পূজা মন্ডপ ও আশপাশের এলাকায় অবস্থিত একাধিক পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে আবুল কালাম বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনা ধারণ করে আমরা সবাই মিলে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে চাই।” তিনি পূজা উদযাপনে সরকারের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা প্রদানের দাবি জানান এবং স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন সবার সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব সুন্দরভাবে সম্পন্ন হয়।পরিদর্শন কালে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল,ডা. নূর উল্লাহ রায়হান, আবুল হাসেম মানু,আবুল হোসেন মিলন, বেলালুর রহমান মজুমদার সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক,
এসময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতারা আবুল কালামের আগমনকে স্বাগত জানিয়ে বলেন, তার এ ধরনের উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করবে এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করবে।
উল্লেখ্য, প্রতিবছর শারদীয় দুর্গাপূজাকে ঘিরে লাকসামে বেশ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ বছরও উপজেলার বিভিন্ন স্থানে পূজা মণ্ডপগুলোতে ভক্ত-দর্শনার্থীদের ব্যাপক সমাগমে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।