রিয়াজ উদ্দিন রানাঃ
কুমিল্লার বরুড়ায় মঙ্গলবার দুপুর আড়াইটায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নু -এমং মারমা মং এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় “খ” সার্কেল কর্তৃক অভিযান, ৩টি মামলায় ৩ জনকে আটক ও ১১(এগার) পিস ইয়াবা , ১০ পিস ট্যাপান্টাডল উদ্ধার করা হয়।
বরুড়া থানাধীন হরুয়া জমিদার সরকার বাড়ীস্থ এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ইয়াবা ও ট্যাপান্টাডল সেবন করে জনসাধারনের শান্তি শৃঙ্গলা বিনষ্ট করার অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য ইয়াবা ও ট্যাপান্টাডল সেবন করে জন সাধারনের শান্তি শৃঙ্গলা ভঙ্গ করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৯(১) এর দফা(গ) অপরাধে এবং একই আইনের ৩৬(৫) ধারা মোতাবেক একজনকে ০৬(ছয়)মাস , এবং আরেকজনকে ০৫(পাঁচ) মাস অন্য আরেকজনকে ০২(দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১ম কে ৫০০০/- ,২য় জনকে ৪০০০/- এবং ৩য় জনকে ২০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন ৷ আটককৃতরা হলেন হুরুয়া গ্রামের মামুন হোসেন (৪০)পিতা-মৃত তাজুল ইসলাম, লতিফপুর গ্রামের মো: রুবেল (২২) পিতা আবু তাহের, জিনসার গ্রামের মো: নাছির(২৪)পিতা- আব্দুল গফুর।