রিয়াজ উদ্দিন রানাঃ
বরুড়ায় দুইদিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রাম আদালত কার্যক্রম বিষয়ক সমন্বয়কারী নুসরাত জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি আহসান হাফিজ, বরুড়া উপজেলা সমাজসেবা অফিসার মোঃ কামরুল হাসান রনি, বরুড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সঞ্জয় কুমার সরকার, বরুড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভুইঁয়া, বরুড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বাদল।
সহযোগিতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ, ৩য় পর্যায় প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। প্রশিক্ষণ কর্মশালায় শিলমুড়ী দক্ষিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিখিল চন্দ্র দাস, শিলমুড়ী উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সোয়াব আলী সহ বরুড়া উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালাটি ৭টি ব্যাচে ও ৩টি ভ্যানুতে সম্পন্ন হয়েছে। উল্লেখ্য গ্রাম আদালত কার্যক্রম পরিচালনায় কুমিল্লা জেলার ১৭টি উপজেলার মধ্যে বরুড়া উপজেলা দ্বিতীয় হয়।