রিয়াজ উদ্দিন রানাঃ
বরুড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। বরুড়া
গতকাল মঙ্গলবার সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ফারুকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোঃ কামরুল হাসান রনি, বরুড়া থানা এস আই মাকসুদ হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রাধেশ্যাম বৈষ্ণব, কমিটির সদস্য ও বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লক্ষণ পাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বরুড়া উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া, বরুড়া পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইয়েদা আক্তার, বরুড়া ওরাই আপনজন সামাজিক সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ ইলিয়াস আহমেদ, উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ ইকরামুল হক। এদিন আলোচনা সভার পূর্বে সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, এবং উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।