• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

বরুড়ায় আইএসইউ’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

News Room / ৩৬ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

রিয়াজ উদ্দিন রানাঃ
কুমিল্লার বরুড়ায় ‘ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতি’র আয়োজনে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও মাহমুদা রহমান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ ভবনের সামনে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্ট্যান্ডার্ড গ্রুপের মার্চেন্ডাইজিং ম্যানেজার ও ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিমন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার , ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরী,কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) শিক্ষক মো: মুজিবুর রহমান মজুমদার, ডাকসুর এফ রহমান হলের সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মোবাশিরুজ্জামান হাসান, সাধারণ সম্পাদক মো: মাহাদী হাসান অনিক , সাবেক সভাপতি গাজী ওবায়দুল হক, মো: ইয়াসিন মিয়া, ইদ্রিস তালুকদার, সাখাওয়াত অভি, সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির সবুজ, সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ আলম। ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির টিটু রঞ্জন, নাজিমুন আক্তার সুমাইয়া, জাবিন তাসনিম, সাজ্জাদুর রহমান, আনোয়ার হোসেন, আহসান হাবিব, সাদনান হাসান সামির, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহপরান, বরুড়া উপজেলা সাংবাদিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ও মাহমুদা রহমান কল্যাণ ট্রাস্টের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি মানবিক দৃষ্টান্ত। সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত প্রশংসনীয়। স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান ও আইএসইউর বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমান দীর্ঘদিন ধরে বরুড়ার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন—এই উদ্যোগ তাঁর মানবিক দর্শনেরই ধারাবাহিকতা। ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।
দিনব্যাপী বরুড়া পৌরসভাসহ ১৫টি ইউনিয়নের এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় কম্বল, মোজা, সোয়েটারসহ ১৫ শত পিস শীতবস্ত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর