জামালপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে মতবিনিময় সভা
মো. আলমগীর, জামালপুর।
জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো. ইমরান আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এসএম জামাল আব্দুল নাসের বাবুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমা প্রমুখ।
মতবিনিময় সভা সুত্রে জানা যায়, জাতীয় স্থানীয় সরকার দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে আগামী ১৪ সেপ্টেম্বর গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জনপ্রতিনিধিদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সেই আলোচনা সভাকে সাফল্য মণ্ডিত করতে জামালপুর জেলার সকল জনপ্রতিনিধিদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় জামালপুর জেলার সকল জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।