ওমর ফারুক :
স্কুল ব্যাংকিং কার্যক্রমকে গতিশীল করার লক্ষে, আল- আরাফাহ্ ইসলামী ব্যাংক বিজরা বাজার শাখা বুধবার বিজরা রহমানিয়া চির সবুজ উচ্চ বিদ্যালয়ও কলেজ অডোটরিয়ামে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন করেছে,স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল খায়েরের সভাপত্বিতে এবং আল -আরাফা ব্যাংক বিজরা বাজার শাখার ব্যাবস্হাপক মিজানুর রহমানের পরিচালনায়, প্রধান অতিথি ছিলেন বিজরা রহমানিয়া চির সবুজ উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর আবুল হোসেন, বিশেষ অতিথি ছিলেন বিজরা রহমানিয়া চির সবুজ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বিজরা বাজার পরিচালনা কমিটির সভাপতি তারিকুল ইসলাম বাবুল, বিজরা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সমাজ সেবক মিনহাজ উদ্দিন মানিক,বিজারা স্কুল এন্ড কলেজর অবিভাবক সদস্য ফয়সাল আহমেদ, বিজরা বাজার পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক ওমর ফারুক, আল আরাফা ব্যাংকের অফিসার তোফাজ্জল হোসেন, স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আবুল বাসারসহ অতিথি বৃন্দ, স্বাগত বক্তব্যে ব্যাংক ব্যাবস্হাপক মিজানুর রহমান বলেন,ছাত্র ছাত্রীদের মাঝে ব্যাংকিং সুফল ও ব্যাংকি কার্যক্রম সম্পর্কে জ্ঞান বৃদ্ধি এবং সচেতন করাই আজকের এই ক্যাম্পেইনের উদ্দেশ্য,প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবুল হোসেন বলেন, ব্যাংক হচ্ছে একটি দেশের মূল চালিকা শক্তি, এবং ব্যাংকের মাধ্যমে সন্চয় বৃদ্ধির মাধ্যমে একটি পরিবার আর্থিক স্বাবলম্বী হতে পারে, তিনি আল আরাফাহ্ ব্যাংক বিজরা শাখাকে স্কুল ছাত্র ছাত্রীদের মাঝে ক্যাম্পেইন করার জন্য ধন্যবাদ জানান। সভাপতির বক্তব্যে বিজরা রহমানিয়া চির সবুজ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল খায়ের বলেন, ছাত্র ছাত্রীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে ছাত্র ছাত্রীদের ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ।